ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রেলের নিয়োগ পরীক্ষা কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৪৭, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ রেলওয়ের দু`টি ক্যাটাগরিতে ৪৯টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা কাল শুক্রবার চট্টগ্রাম ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। দু`টি স্থানে ২০টি কেন্দ্রের মধ্যে প্রায় সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

একটি পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যটি বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চল রেলওয়ের নিয়োগের দুটি ক্যাটাগরির মধ্যে ট্রেন নাম্বার ট্রেকার ও গুডস ক্লার্কের ৪৯টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ট্রেন নাম্বার ট্রেকার পদে ৩৬ জন ও গুডস ক্লার্কের পদে ১৩ জনকে নিয়োগ দেয়া হবে।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি