ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

জাতিসংঘের দাবি

রোহিঙ্গা অনুপ্রবেশ কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সংখ্যা গত কয়েকদিনে লক্ষণীয় হারে কমে গেছে। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এমন কথা বলার সময় এখনো আসে নি।

তিনি বলেছেন, সীমান্ত এলাকার কাছে মাঠ পর্যায়ে তাদের যে দলগুলো কাজ করছে, তারা পালিয়ে আসা লোকের সংখ্যা নিশ্চিতভাবেই কমেছে বলে জানিয়েছে।

বিবিসির সংবাদদাতা জিল ম্যাকগিভারিং বলছেন, এর সাথে বাংলাদেশের কোস্টগার্ডদের বক্তব্যের মিল রয়েছে - তারা বলছে গত কয়েকদিনে তারা নদী পার হয়ে কোন নৌকা আসতে দেখে নি।

রোববার প্রকাশ করা `ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ`-এর এক বিজ্ঞপ্তিতেও বলা হয় গত দু দিনে সীমান্ত পার হয়ে আসা লোকের সংখ্যা কমেছে । এতে বলা হয়, অল্প সংখ্যক লোক এই সময়ে কক্সবাজারে এসেছে বলে লক্ষ্য করা গেছে।

বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ৪ লাখ ৩০ হাজার। অন্যদিকে মিয়ানমারে কর্মরত একটি ত্রাণ সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রধান এবং সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যা্ন্ড বলেছেন, যে সব দেশ বর্মী সেনাবাহিনীকে সমর্থন দেয় তাদের উচিত রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য তাদের প্রভাবকে কাজে লাগানো।

সূত্র:বিবিসি

এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি