ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শিশু নিহত, ৩শ` ঝুপড়ি পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৮, ৮ মার্চ ২০২২ | আপডেট: ২০:০২, ৮ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। এতে আগুনে পুড়ে গেছে ৩শ' ঝুপড়ি ঘর। মঙ্গলবার(৮ মার্চ) বিকেল ৪টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি-ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এপিবিএন পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। 

এঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে নিহতের শিশুর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এঘটনায় তিনশ' ঝুপড়িঘর আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকেও আরও দুটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরপর তিনবার আগুনের ঘটনা ঘটে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি