ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রোহিঙ্গা বোঝাই ৮ নৌকা ও ৪৯ রোহিঙ্গা ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৪:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। এছাড়া উখিয়া সীমান্ত থেকে ৪৯ জনকে ফেরত পাঠানো হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদী ও উখিয়া-মিয়ানমার সীমান্তে  বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৪ পুরুষ, ১৫ নারী ও ২০ শিশুকে ফেরত পাঠানো হয়। এদিকে, বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফনদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহি ৮টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল বলে জানান তিনি
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি