ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন ৩ লাখ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২৭ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:১৫, ২৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) বায়োমেট্রিক নিবন্ধন চলছে। বৃহস্পতিবার পর্যন্ত গত দেড় মাসে ৩ লাখ ৩ হাজার ৩১৬ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন।

বৃহস্পতিবার একদিনেই নিবন্ধিত হয়েছেন ১১ হাজার ৭৩৬ জন। উখিয়া উপজেলার কুতুপালং-১, কুতুপালং-২, নোয়াপাড়া, থাইংখালী-১, থাইংখালী-২, বালুখালী ও টেকনাফ উপজেলার লেদা—এই ৭টি ক্যাম্পে নিবন্ধনের কাজ চলছে।

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাগির জানান, প্রতিদিন গড়ে ১১ হাজরের বেশি রোহিঙ্গা নিবন্ধিত হচ্ছেন। আগের চেয়ে নিবন্ধন কেন্দ্রে রোহিঙ্গাদের ভিড় বেড়েছে। নিবন্ধন কর্মীদের দিনভর ছবি তুলে ও তাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করতে হিমসিম খেতে হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ছবি তুলছেন, তাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করছেন এবং একইসাথে তাদেরকে একটি করে ছবি সম্বলিত নিবন্ধন কার্ড ধরিয়ে দিচ্ছেন। অনেকটা ওয়ানস্টপ সার্ভিসের মত।

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১১ সেপ্টেম্বর থেকে। সেনাবাহিনীর সদস্যরা এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী, ২৫ আগস্টের পর থেকে গত বুধবার পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩ হাজার। সেই হিসেবে আরো প্রায় ৩ লাখ রোহিঙ্গা এখনও নিবন্ধনের বাইরে রয়েছে।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি