ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

লতার গানে আবারও ভাইরাল রানু মণ্ডল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ১০ জানুয়ারি ২০২০ | আপডেট: ২৩:৪০, ১০ জানুয়ারি ২০২০

রানাঘাট স্টেশনের ভবঘুরে জীবন থেকে রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন রানু মণ্ডল। তার উপর হিমেশ রেশমির সুরে প্লে-ব্যক করে রানু হয়ে গিয়েছেন তারকা। বিভিন্ন গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে আবার বিভিন্ন সময় নানান কারণে সমালোচনার মুখোমুখিও হয়েছেন তিনি। 

এবার আবারও এক বার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেন রানু মণ্ডল। এবার রানুর গলায় শোনা গেল বাংলা গান। রানু মণ্ডল গাইলেন বহুল জনপ্রিয় ‘আমার দুচোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা’ গানটি। মূল গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর গাওয়া এই গান নিজের মতো করে গাইলেন রানু। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন শেয়ার করা হয়েছে। 

এর আগে রানাঘাট স্টেশন 'এক প্যার কা নগমা' গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইটে ভাইরাল হওয়ার পর প্রথমে মুম্বইয়ের একটি রিয়েলিটি শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমির স্টুডিয়োতে গিয়ে পরপর দুটি গান রেকর্ড করান রানু মণ্ডল। তবে শুধু হিন্দি গানই নয়, গত বছর পুজোর গানও রেকর্ড করেছিলেন রানু।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি