ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

লামায় পরিচ্ছন্নতা সেবায় কোয়ান্টামের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বান্দরবান লামার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা করসেবা করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক। 

২ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে এই স্বেচ্ছাশ্রমে কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারের স্টাফদের পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দু’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

এছাড়াও তারা সরই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, সরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় এবং আন্ধারি জামালপুর প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার করেন। সরই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল উদ্দিন এবং বাজার কমিটির সদস্যরা ও সভাপতি মো. সেলিম এসময় একাজে অংশ নেন এবং প্রশংসা করেন।      

সুসংগঠিত এই স্বেচ্ছাসেবক দলের প্রধান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, “নিজের ঘর পরিষ্কারের পর যেমন নির্মল আনন্দ পাওয়া যায় তেমনি আমরা প্রত্যেকে আজকে এই এলাকা পরিচ্ছন্ন করে আনন্দ পাচ্ছি। এর আগেও আমরা এই এলাকায় পরিচ্ছন্নতার কাজ করেছি। এই কাজে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। আজকে আমরা ৪৩৫ বস্তা আবর্জনা পরিষ্কার করেছি।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি