ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রকাশিত : ০৯:০৬, ১৯ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:০৬, ১৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

লালমনিরহাটে তিসতা ও ধরলাসহ বারোটি নদীর পানি বৃদ্ধি হ্রাস পেলেও অপরিবর্তিত রয়েছে সার্বিক বন্যা পরিস্থিতি। এখনো পানিবন্দী রয়েছেন বিশ হাজারের বেশী মানুষ। বন্যার কারনে বাড়ি-ঘর ভেঙ্গে গেছে শতাধিক পরিবারের। পানির নিচে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির আমন ধানের চারাগাছ। বন্যা দুর্গত এলাকার দেখা দিয়েছে চরম পানির সংকট। জেলার আদিতমারী উপজেলার তিস্তা পাড়ের গোবর্ধন কম্যুনিটি ক্লিনিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদী থেকে মাত্র একশ গজ দুরত্বে হওয়ায় যেকোন সময় নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। উজানে ভারত থেকে পানি নেমে না আসলে আগামী দুদিনের মধ্যে জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি