ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১৫:১৫, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৫, ২০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতর হজরত আলী। তিনি দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, ঘাটিয়ারতারি সীমান্ত দিয়ে ৮ থেকে ১০ জনের একটি দল ভারতের বাগডোগরায় গরু আনতে যায়। ফেরার পথে হজরত আলী বিএসএফের গুলিতে ঘটনাস্থলে নিহত হন। তাঁর মৃতদেহ এখনো ভারত সীমান্তে রয়েছে। লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশ ১৫ ব্যাটালিয়ন অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি