ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ২১:৩১, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি বিদ্যুৎস্পৃষ্ট করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সেচ পাম্পের তারে জড়িয়ে এঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম আমেনা বেগম (৬০)। তিনি ওই গ্রামের লাল মিয়া স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাগেছে, ওই গৃহবধূ গরুর ঘাস কাটতে বাড়ির পার্শ্ববর্তী জমিতে গেলে পড়ে থাকা সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি