ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

লালমনিরহাটে হচ্ছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

লালমনিরহাট প্রতনিধি

প্রকাশিত : ২৩:০৭, ২২ আগস্ট ২০১৯

লামনিরহাটে স্থাপিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। সেই সাথে চলতি বছর থেকে লালমনিরহাট বিমান বন্দর দিয়ে প্রতিদিন তিনটি করে যাত্রীবাহী বিমান অভ্যন্তরীণ রুটে চলাচলের পরিকল্পনা করছে সরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল মাসিউজ্জামান সেরনিবাত, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল ফজলুল হক ও স্থানীয় সাংসদ, জাপা চেয়ারম্যান জিএম কাদের লালমনিরহাট বিমানবন্দর ও অ্যারোস্পেস বিদ্যালয়ের স্থান পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, পশ্চাৎপদ লালমনিরহাটের অবহেলিত জনপদকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। খুব শিঘ্রই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হবে জানান তিনি। এদিকে লালমনিরহাটকে নিয়ে বর্তমান সরকারের এমন যুগান্তকারী পরিকল্পনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

 আরকে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি