ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী

লোক উৎসবের শেষ দিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৩ মার্চ ২০১৮

মরমি সাধক শাহ আব্দুল করিমের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে দুই দিনের লোক উৎসবের শেষ দিন আজ। বাউল সম্রাটের জীবন দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছর আয়োজন করা হয় এই উৎসব।

সুনামগঞ্জে দুই দিনের ১৩তম লোক উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে হাজারো ভক্ত। সম্প্রীতির বন্ধন ছড়িয়ে দিতে প্রতিবছর এই আয়োজন করে বাউল সম্রাট শাহ আব্দুল করিম পরিষদ।

ভাটি অঞ্চলের মানুষের সুখ, দুঃখ, প্রেম-ভালোবাসার পাশাপাশি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানে উঠে এসেছে সব অন্যায়, অবিচার, কুসংস্কারের কথা।

জীবনের শেষ সময়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিম চেয়েছিলেন তার প্রতিষ্ঠিত সঙ্গীতালয়টি পূর্ণাঙ্গ রুপ লাভ করুক। এখান থেকে সুদ্ধ সুরে বাউল গান ছড়িয়ে দেওয়ার স্বপ্ন ছিল তার। তবে, এখনো সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি।
২০০৬ সাল থেকে এই লোকউৎসব উদযাপিত হচ্ছে।

এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি