ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলোর ভরাডুবি

প্রকাশিত : ২৩:০৮, ২৩ মে ২০১৯

 

ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপি জোট জয় বেসরকারিভাবে জয় পেয়েছে। কংগ্রেসের ভরাডুবি হয়েছে। এবারের নির্বাচনে আঞ্চলিক দলগুলো ভালো করতে পারেনি। বিশেষ করে বামদলগুলোও ভালো করতে পারেনি। অন্ধপ্রদেশের বামদল তেলেগু দেশম পার্টির নেতা ও রাজ্যটির মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডুর ভরাডুবি হয়েছে।

এদিকে, দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ্র কেজরিওয়ালের দল আম আদমি পার্টিরও ভরাডুবি হয়েছে। দিল্লির মোট সাতটি আসনের সাতটিতেই জয় পেয়েছে বিজেপি। আর কেজরিওয়ালের দল একটি আসনও পায়নি। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবার তেমন ভালো করতে পারেনি। এবার ২৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৪ সালের চেয়েও এবার ভালো পশ্চিমবঙ্গে বিজেপি আরও ভালো করেছে।

সব মিলে বলা যায়, এবারের নির্বাচনে ভারতের আঞ্চলিক দলগুলো ভালো করতে পারেনি। মোদি ঝড়ে সব এলোমেলো হয়েছে আঞ্চলিক দলগুলোর। বিপুল সংখ্যাগরিষ্টতা পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি