ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শনিবারও হতে পারে বৃষ্টি

প্রকাশিত : ২২:৩৪, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীতে শুক্রবার সকালে নেমে এসেছে এক পশলা বৃষ্টি। তীব্র গরমে যা প্রশান্তির ছোঁয়া নিয়ে হাজির হয়েছিলো। আবহাওয়া অফিস বলছে, শনিবারও এমন বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল ও মাঝারি অবস্থায় বিরাজ করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজকের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিলো, রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি ও সর্বনিম্ম তাপমাত্রা ছিলো সিলেটে ২৩.৩ ডিগ্রি।

 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি