শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় মতবিনিময় সভা
প্রকাশিত : ০৯:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার ১৩৪টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ও পুরোহিতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় এ মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরার তৃণমূল রাজনীতির পরীক্ষিত নেতা রবিউল ইসলাম নয়ন।
সভায় পূজার নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় রবিউল ইসলাম নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও শান্তির বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে। পূজাকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অরাজকতা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ হচ্ছে সকল ধর্ম-বর্ণের মানুষের যৌথ আবাসভূমি।হিন্দু-মুসলিমসহ সকল ধর্মাবলম্বীর ঐক্য ও সৌহার্দ্যের মাধ্যমেই আমরা প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে পারবো। শালিখার মানুষ সেই ঐতিহ্য ধরে রেখেছে, আগামী দিনেও তা বজায় থাকবে।
প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল তার বক্তব্যে বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অংশ। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সমন্বয় প্রয়োজন। বিএনপি সবসময় জনগণের বিশ্বাস ও আস্থার জায়গায় থেকে কাজ করবে।
সভায় বক্তারা পূজা উদযাপনকালে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবকে আনন্দমুখর করে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসএস//
আরও পড়ুন