ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শার্শায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন পালিত

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১০, ৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সাধারণের মাঝে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহয়তা প্রদান করা হয়।

সোমবার (৮ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ইসলাম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
কেআই//

    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি