ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

শার্শায় বিদেশী পিস্তলসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:১৪, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৮, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার পল্লী থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সোনাতনকাঠী মিস্ত্রী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম উপজেলার কায়বা রাড়িপুকুর গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে।

শার্শা থানা পুলিশের এসআই আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোনাতনকাঠি গ্রামে অস্ত্র বেচাকেনা চলছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি