ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

শাহ আমানত বিমানবন্দর থেকে ৪ দালাল আটক

প্রকাশিত : ১৮:২০, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৮:২০, ২০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

গ্রীসে পাঠানোর কথা বলে প্রতারণার সময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে চার দালালকে আটক করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদেরকে একলাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়। আটকরা হলেন খুলনার আশরাফুর রহমান, মাদারীপুরের মনির ফরাজী, টাঙ্গাইলের হারুন সিকদার ও ব্রাহ্মণবাড়িয়ার আবদুল হালিম। জেলা প্রশাসন জানায়, চক্রটি সাতজন যুবককে তুরস্ক হয়ে গ্রিস পাঠানোর কথা বলে জাল ভিসা, পাসপোর্ট তৈরি করে। পরে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসে। এসময় যাত্রীদের সাথে দালালদের বাকবিতন্ডা হলে বিমানবন্দরের আনসাররা দালালদের আটক করে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি