ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শাহজালাল বিমান বন্দরে অত্যাধুনিক রোবট

প্রকাশিত : ১৯:২৭, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৭, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শাহজালাল বিমান বন্দরে স্পাইং ডিভাইস-সহ অত্যাধুনিক রোবট আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ । খেলনার নামে আমদানীর অনুমতি ছাড়াই এসব সামগ্রী চীন থেকে আনা হচ্ছিল। ৩২১ কেজি‘র ওই চালানে ২৪ টি কার্টনে পাওয়া যায় অনুমোদনহীন বেশ কিছু স্পাইং ডিভাইস। এর মধ্যে আছে ১৫ কেজি ওজনের একটি হেল্ধসঢ়;থ কেয়ার রোবট।  জব্দ সামগ্রীর মধ্যে ৬২টি ইথারনেট সুইচ, ২৫ টি এন্টেনা, ও ১৯টি বেইজ ষ্টেশনসহ বিভিন্ন ধরনের নেটওর্য়াকিং পণ্যও রয়েছে। এছাড়া, ১২০ টি স্মার্ট ওয়াচ, ৩৫ টি ডিজিটাল পেন ক্যামেরাও পাওয়া গেছে।  এগুলো গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। পণ্য সামগ্রী আমদানীকারক প্রতিষ্ঠান গ্লোবল কমিউসিকেশন-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি