ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

শাহজালালে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ভারতীয় বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১৭ নভেম্বর ২০১৭

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে ভারতীয় স্পাইস জেটের এসজি-৭২ এর একটি বিমান। ঢাকা থেকে কলকাতাগামী বিমানটির চাকায় ত্রুটি থাকার কারণে রানওয়েতে যাওয়ার আগেই মাটির সঙ্গে চাকার ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. আশরাফ গণমাধ্যমকে জানান, রানওয়েতে যাওয়ার আগ মুহূর্তে ট্যাক্সিওয়েতে বিমানটির চাকা ক্ষতিগ্রস্ত হয়। পরে বিমানটি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমাসটিতে ক্রু, পাইলট ও যাত্রী মিলে ৭০ জন আরোহী ছিলেন।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, স্পাইস জেটের ফ্লাইটটি সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিমানটিতে যাত্রী তোলার পর সোয়া ৮টার দিকে রানওয়ের দিকে যাচ্ছিল বিমানটি। হঠাৎ করেই বিামনের চাকায় ধোঁয়া দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। চাকাটি ঘর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

 

আর

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি