ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘শিগগিরই সোনারহাট স্থলবন্দর চালু হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২০ এপ্রিল ২০১৮

শিগগিরই কুড়িগ্রামের সোনারহাট স্থলবন্দর চালু করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, বর্তমানে দেশে ২৩টি স্থলবন্দরের মধ্যে ১২টি স্থলবন্দর চালু রয়েছে।

শুক্রবার সকালে তিনি কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লার বিবির বাজার স্থল বন্দর উন্নয়ন ও পরিচালনায় গতিশীল আনয়নের নিমিত্তে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রুকনউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর প্রমুখ।

শাজাহান খান বলেন, আমদানী রফতানি বাণিজ্যে গতিশীলতা আনার লক্ষ্যে সরকার ২৮টি স্থল বন্দর চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে ২৩টির মধ্যে ১২টি স্থল বন্দর চালু রয়েছে।

তিনি বলেন, সরকারের আমলে মাত্র ২৮ কোটি টাকা আয় হতো বর্তমানে সেখানে আয় বেড়ে হয়েছে ১১১ কোটি টাকা।

তিনি আরো বলেন, খাগড়াছড়ি জেলার রামগড়ে একটি স্থলবন্দর নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরো কয়েকটি স্থল বন্দর নির্মাণের মাধ্যমে আমদানি রফতানি বাণিজ্যে গতি আনা হবে।

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি