ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

শিলা বৃষ্টিতে দুই জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৪:২৩, ১১ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁওয়ে ঝড়ো হাওয়ার সাথে শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  এসময়ে আহত হয়েছেন ৫ জন।

ঠাকুরগাঁওয়ে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। 

জেলা কৃষি বিভাগ জানায়, এবারের শিলা বৃষ্টিতে ফসলের বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে ধান, ভুট্টা, মরিচ, আম ও লিচুর গুটিসহ অন্যান্য ফসল রয়েছে। কত হেক্টর জমিতে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানতে কাজ করছে কৃষি বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রামে এসব ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া বোরো ধানসহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি