ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

শিল্প উদ্যোক্তাদের ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনেরর ঋণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১৯ জুলাই ২০১৮

গাইবান্ধার হোসিয়ারি শিল্প উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে ঋণ প্রদানের চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এসএমই ফাউন্ডেশন। চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন একত্রে সহজ শর্তে অগ্রাধিকারমূলকহারে উদ্যোক্তাদের মধ্যে প্রয়োজনীয় ঋণ প্রদান করবে।

এসএমইফাউন্ডেশনের মতে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের হোসিয়ারি ক্লাস্টারের শতশত কারখানায় এক লাখেরও বেশি কর্মী কাজ করছে। এই এলাকায় হোসিয়ারি ক্লাস্টার ৭০ বছরেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে এবং বর্তমানে বছরে ৫০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। এই ক্লাস্টার সোয়েটার, বাচ্চাদের জন্য শীতের পোশাক, কম্বল, ক্যাপ ইত্যাদি তৈরি করে দেশের অভ্যন্তরের বড় ধরণের চাহিদা পূরণ করছে।

উদ্যোক্তারা ব্যাংক থেকে কোনো জামানত ছাড়াই ৫০ হাজার টাকা থেকে ১৫ লাখ ঋণ গ্রহণ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের এই ঋণ কার্যক্রম পোশাক উৎপাদন বৃদ্ধি এবং ক্লাস্টারকে আরও সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে। ব্র্যাক ব্যাংকের বিভিন্ন শাখা এবং শক্তিশালী এসএমই ইউনিট অফিস উদ্যোক্তাদের ঘরে ঘরে সেবা প্রদান এবং দ্রুত ঋণ বিতরণে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি