ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শিল্পকলায় ‘ষড়ঋতুর পদাবলি’ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:২৯, ৮ ডিসেম্বর ২০১৮

সুজলা সুফলা শস্য শ্যামলা এই রূপসী বাংলার অন্যতম বৈশিষ্ট্য হলো বৈচিত্রময় ঋতু। বাংলার প্রকৃতিতে ছয়টি ঋতুর স্বতন্ত্র উপস্থিতি এ দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। ভিন্ন ভিন্ন রূপ-রস-গন্ধ নিয়ে প্রতিটি ঋতুই স্বতন্ত্র সৌন্দর্যে অপরূপ। ঋতুতে ঋতুতে এ দেশে চলে সাজ বদল। এই সাজ বদলের পালায় বাংলাদেশের প্রকৃতি চির সজীব, চির বৈচিত্রময়। আমাদের শিল্প সংস্কৃতি ও সাহিত্য চর্চায় ঋতু বৈচিত্রের এই পালাবদলের প্রভাব বিদ্যমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের আয়োজনে ঋতু ভিত্তিক সংগীত, নৃত্য ও আবৃত্তি নিয়ে ‘ষড়ঋতুর পদাবলি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমির কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে পরিবেশিত হয় ছয়টি ঋতুকে নিয়ে ভিন্ন ভিন্ন গান, নৃত্য ও আবৃত্তি।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব মো. বদরুল আনম ভূঁইয়া এবং প্রযোজনা বিভাগের পরিচালক ড. কাজী আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন তামান্না তিথি।

গ্রীষ্ম

০১. আজি নূতন রতনে ভূষনে যতনে, দলীয় সঙ্গীত

০২. দোলে নাগর দোলা দোলে ঘুরে ঘুরে, দলীয় নৃত্য

০৩. এক বৈশাখে দেখা হলো দু’জনার, একক সঙ্গীত, আবিদা রহমান সেতু

০৪. প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন/ কেমনে রাখি আঁখি বারি রখিয়া চাঁপিয়া, একক সঙ্গীত, মোনালীন আজাদ

বর্ষা

০১. অম্বরে মেঘ মৃদঙ্গ বাজে, একক সঙ্গীত, শারমিন আক্তার

০২. মাছের গান, একক সঙ্গীত, রাফি তালুকদার

০৩. শাত্তন গগনে ঘোর ঘনঘটা, দলীয় নৃত্য

০৪. মেঘের ডমরু ঘন বাজে, দলীয় সঙ্গীত

০৫. চঞ্চলা হাওয়ারে, একক সঙ্গীত, সুচিত্রা রানী সুত্রধর

০৬. দাওয়ায় করছে মেঘ, দ্বৈত সঙ্গীত, রুপসা/ রাফি তালুকদার

শরৎ

০১. আমার রাত পোহালো, একক সঙ্গীত, মোহনা দাস

০২. শিউলি তলায় ভোর বেলায়, দলীয় নৃত্য

০৩. এসো শারদ প্রাতের পথিক, দলীয় সঙ্গীত

হেমন্ত

০১. আবার আসিবে ফিরে জীবনানন্দ দাস, ড. কাজী আসাদুজ্জামান

০২. আয়রে ও আয়রে, দলীয় নৃত্য

০৩. আমার মাইঝা ভাই সাইঝা ভাই, দলীয় সঙ্গীত

০৪. কার্তিক অগ্রহায়ণ মাসে কোকিল ডাকে গাছে গাছে, একক সঙ্গীত, হীরক রাজা

শীত

০১. পৌষ এলো গো, পৌষ এলো গো, দলীয় সঙ্গীত

০২. এ কি মায়া লুটাও কায়া জীর্ন শীতের মাঝে, দলীয় নৃত্য

০৩. পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, একক সঙ্গীত, হিমাদ্রী রায়

বসন্ত

০১.যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, একক সঙ্গীত, সোহানুর রহমান

০২. ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, দ্বৈত সঙ্গীত, সুচিত্র / মোহনা দাস

০৩. তোমরা কুঞ্জ সাজাও গো, একক সঙ্গীত, রোকসানা আক্তার রুপসা

০৪. বসন্ত বাতাসে সই গো, দলীয় সঙ্গীত ও নৃত্য


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি