ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

শিল্পী কামরুল হাসানের ৯৫তম জন্মদিন আজ

প্রকাশিত : ১১:১১, ২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:১১, ২ ডিসেম্বর ২০১৬

শিল্পী কামরুল হাসানের ৯৫তম জন্মদিন আজ। ১৯২১ সালের এইদিনে কলকাতায় জন্মগ্রহন করেন তিনি। পটুয়া কামরুল হাসান নামেই পরিচিত ছিলেন তিনি। কলকাতায় শিক্ষা জীবন শেষ করে দেশ বিভাগের পর ঢাকায় চলে আসেন। বাংলাদেশ স্বাধীকার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যোগ দেন মুক্তিযুদ্ধে। তৎকালীন সময়ে শিল্পীর আঁকা সামরিক শাসক ইয়াহিয়া খানের হিংস্র মুখমন্ডল সম্বলিত ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের পোস্টারটি আলোড়ন তোলে। ১৯৮৮ সালে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে শিরোনামে আরেকটি স্কেচ আাঁকেন কামরুল হাসান। তার বিখ্যাত সব চিত্রকর্মে স্থান পেয়েছে আবহমান বাংলার গ্রামীণ সমাজের সামগ্রিক রূপ, বাংলার নিসর্গ, স্বৈরশাসকের অত্যাচার, মুক্তিযুদ্ধ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি