ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শিশুকে গাড়িতে একা রেখে গেলে জেল-জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ৭ জুন ২০২০

দুবাইয়ের পুলিশ অভিভাবকদের সতর্ক করে দিয়েছে। কেউ যদি গাড়ির ভেতর শিশুকে একা ফেলে রেখে যায়, এদের জেল-জরিমানা হতে পারে বলে জানিয়েছেন তারা। কেননা এই ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে দুবাইয়ে। 

জানা যায়, গাড়ির ভেতর বাচ্চাদের একা রেখে অনেক সময় অভিভাবকেরা আশপাশে ঘুরতে যান। এমন ঘটনায় গত কয়েক বছরে বিভিন্ন দেশে বেশ কয়েকটি শিশুর নির্মম মৃত্যুর খবর পাওয়া যায়।

মনে করা হচ্ছে, গাড়িতে বাচ্চাদের একা রেখে গেলে তারা খেলতে খেলতে এসি বন্ধ করে দিতে পারে। এর ফলে দম আটকে মারা যাওয়ার শঙ্কা থাকে। সেই সঙ্গে ঘটতে পারে আরও অনেক দুর্ঘটনা।

দুবাই পুলিশ বলছে, ‘অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে। এগুলো পারিবারিক অবহেলা হিসেবে বিবেচিত হয়। এই ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। শিশুদের নিরাপত্তা পিতা-মাতাকেই নিশ্চিত করতে হবে।’

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি