ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহন করানো যাবে না

প্রকাশিত : ১৫:৪৪, ৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১৭, ৭ ডিসেম্বর ২০১৬

প্রাথমিকে শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন নিষিদ্ধে ছয় মাসের মধ্যে আইন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন না করাতে দেশের সকল বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুলে ৩০ দিনের মধ্যে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এই রায় দেন। নিয়মিত পাঠ্যসূচির বাইরে অনেক সহায়ক বই পড়ানো হয় শিশুদের। আর ব্যাগে করে অতিরিক্ত ওজনের বই নিতে হিমশিম খায় ক্ষুদে শিক্ষার্থীরা। বিশেষজ্ঞদের মতে, ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করলে শিশুদের শরীরে ইনজুরি হয়। তাই, এমন ওজনের ব্যাগ বহন নিষিদ্ধে ছয় মাসের মধ্যে সুনির্দিষ্ট আইন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিট আবেদনে প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে স্কুল শিশুদের ব্যাগ বহনে আইন রয়েছে বলে উল্লেখ করা হয়েছিলো। একইসঙ্গে বাচ্চাদের ভারী স্কুল ব্যাগ বহনে সমস্যা তুলে ধরে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তুলে ধরা হয়। এ বিষয়ে হাইকোর্টে রিট করেন তিন আইনজীবী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি