ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

শুক্রবার শুরু হচ্ছে চবির বিতর্ক প্রতিযোগিতা

চবি সংবাদদাতাঃ

প্রকাশিত : ১৬:৫০, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৫৪, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজন করতে যাচ্ছে দু’দিন ব্যাপী ইংলিশ ফেস্ট ``চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব-২০১৮``।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবু ফয়সাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার ও শনিবার (৯ ও ১০ নভেম্বর) দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত হবে। প্রথমদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন সেমিফাইনাল এবং ফাইনালের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে।

তিনি আরো জানান, সারাদেশের বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৮টি দল অংশ নিবে। বিচারকার্য পরিচালনা করবে দেশের বিভিন্ন বিতর্ক সংগঠন থেকে খ্যাতিমান বিতর্ক চ্যাম্পিয়নরা।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন ‘ওয়েল গ্রুপ’।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি