ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর ৩ যুদ্ধজাহাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৩ এপ্রিল) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর চিফ স্টাফ অফিসার। 

যুদ্ধজাহাজ তিনটি হলো—‘রেজিক’ (REZKIY), ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ (HERO OF THE RUSSIAN FEDERATION ALDAR TSYDENZHAPOV) এবং ‘পেচেঙ্গা’ (PECHENGA)।

স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে, চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনস্যুল, এবং বাংলাদেশ নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ অভ্যর্থনা জানায়।

জানা গেছে, শুভেচ্ছা সফরকালে রাশিয়ান যুদ্ধজাহাজের অধিনায়ক, রাশিয়ান রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এছাড়াও রাশিয়ান নাবিকরা পরিদর্শন করবেন নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্ট, নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত ‘আশার আলো স্কুল’, এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

নৌ-সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে রাশিয়ান যুদ্ধজাহাজগুলো আগামী ১৬ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি