শুরু হতে যাচ্ছে আর্ন্তজাতিক ইয়ার্ন এন্ড ফেব্রিক শো
প্রকাশিত : ১৮:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
৬টি দেশের প্রায় ১৮০টি প্রতিষ্ঠানকে নিয়ে শুরু হতে যাচ্ছে ১১তম আর্ন্তজাতিক ইয়ার্ন এন্ড ফেব্রিক শো।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৪ দিনব্যাপি এই প্রদর্শনীর ঘোষণা দেয়া হয়। এতে বাংলাদেশ ছাড়াও আরও ৫টি দেশ এই প্রদর্শনীতে অংশ নেবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল। প্রদর্শণীতে সুতা, ডেনিম, বাটন, জিপার সহ বিভিন্ন পণ্য থাকবে। ডাব্লিউটিও র্যাংকিংয়ে পোষাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ উল্লেখ করে বলা হয়, গার্মেন্টস শিল্পের চাহিদা পূরণে এই প্রদর্শনী সহায়ক হবে।
আরও পড়ুন