ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

শুরু হয়নি আমের মৌসুম, বাজারে মিলছে রকমারি আম

প্রকাশিত : ১৮:২১, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২১, ৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশে এখনো আমের মৌসুম শুরু হয়নি। দেখা দেয়নি আমের মুকুলও। কিন্তু বাজারে মিলছে রকমারি আম। রূপ, রস আর স্বাদে অনন্য এসব আম এসেছে ভিনদেশ থেকে। বর্ণ,গন্ধ, রস ও স্বাদের অনন্যতার জন্য ফলের রাজা হিসেবে বহুল স্বীকৃত আম। আর আম খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিছুটা দুরূহও বটে। তবে উপাদেয় এই ফলটি খাওয়ার জন্য আমপ্রেমীদের অপেক্ষা করতে হয় বছরের নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু মৌসুম শুরুর অন্তত মাস পাঁচেক আগেই চট্টগ্রামের বিভিন্ন বাজারে এসেছে নজরকাড়া, বাহারি রঙের আম। যদিও বিক্রেতারা বলছেন, মিশর, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড থেকে আমদানি করা এসব আম বেশ উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। যা সৌখিন ও উচ্চবিত্ত  ক্রেতা ছাড়া সাধারণের ক্রয় ক্ষমতার অনেকটা বাইরে। দাম যা-ই হোক পুষ্টিগুণ সমৃদ্ধ রসালো এই ফল কিনতে নগরীর বিভিন্ন বাজারে ক্রেতাদের বেশ আগ্রহ দেখা গেছে। নগরীর কাজীর দেউড়ি, রেয়াজউদ্দীন বাজার, আগোরা, স্বপ্নসহ বিভিন্ন বাজার এবং চেইনশপগুলোতেও পাওয়া যাচ্ছে আমদানি করা এসব আম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি