ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শেখ ফজলে ফাহিম সিএসিসিআই’র সহসভাপতি নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৩৫, ৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সহসভাপতি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিম।

সম্প্রতি তুরস্কে সিএসিসিআইর ৩২তম সম্মেলনে ফজলে ফাহিমকে সহসভাপতি নির্বাচিত করা হয়। ২০১৮-২০ মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন। এ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের কে. কে. মোদি গ্রুপের নির্বাহী পরিচালক সামির মোদি।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং এ অঞ্চলের বাণিজ্য সংগঠনগুলোর উন্নয়নে অবদানের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সিএসিসিআই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ২৮ দেশের শীর্ষ চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলোর একটি সংগঠন। ব্যবসায়ীদের সহায়তায় এটি একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে কাজ করছে।

সিএসিসিআইর প্রাথমিক সদস্য দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, আজারবাইজান, বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, জর্জিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, তাজিকিস্তান, তুরস্ক, উজবেকিস্তান ও ভিয়েতনাম। বিজ্ঞপ্তি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি