ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

শেখ হাসিনা-ইনুর কথোপকথন ফাঁস, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ১৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি গত বছরের জুলাই আন্দোলনের সময়কার।

রোববার (১৭ আগস্ট) সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের ওই রেকর্ডিংটি প্রকাশ করেন। এরপর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অডিওটিতে হাসানুল হক ইনুকে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।” শেখ হাসিনা তখন সম্মতি দিয়ে বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী।”

কথোপকথনের আরেক পর্যায়ে ইনু অনুরোধ করেন ইন্টারনেট চালু করতে। বলেন, “আমরাও সমস্যা পড়ছি। ইন্টারনেট থাকলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব।” জবাবে শেখ হাসিনা বলেন, “কীভাবে চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এসে করলে চালু করবে।”

এছাড়া জামায়াত-শিবির প্রসঙ্গে ইনু বলেন, “তারা আবার এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন।” শেখ হাসিনাও এ বিষয়ে সম্মতি দেন।

এটি ছাড়াও এর আগে শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের একটি ফোনালাপ ফাঁস হয়, যা ২০২৪ সালের ১৭ জুলাইয়ের বলে দাবি করা হয়। সেখানেও আন্দোলন দমন ও হল ফাঁকা করে পুলিশি অভিযান নিয়ে কথা হয় বলে জানা যায়।

এই ধারাবাহিক ফাঁস হওয়া অডিওগুলো সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এখন পর্যন্ত এই অডিওগুলোর সত্যতা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট কারো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি