ঢাকা, রবিবার   ১৬ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার রায়কে ঘিরে গোবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা-বাস বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৪৪, ১৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রবিবার ও সোমবারের সকল পরীক্ষা এবং বাস চলাচল সর্বসম্মতিক্রমে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি, পরিবহন প্রশাসন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ক্লাস প্রতিনিধিদের সমন্বয়ে মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,রবিবার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। এছাড়াও  অনলাইন প্ল্যাটফর্মে ‘জুম’ ক্লাস নেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়। 

এদিকে কর্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি