ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

শেরপুরে এসআইবিএলের ১৪৪ তম শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

শেরপুরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ১৪৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী শাখাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রির সভাপতি মো. মাছুদ, মাইসাহেবা জামে মসজিদের সভাপতি আব্দুল ওয়াদুদ অদু, জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, ব্যাংকের কোম্পানি সচিব ও এসইভিপি জনাব আব্দুল হান্নান খান।

এছাড়াও ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ও জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান ও এসভিপি মো. আব্দুল মোত্তালেব, শেরপুর শাখার ব্যবস্থাপক জনাব এ.এইচ.এম. আতিকুল ইসলামসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

 

এমএইচ/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি