ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শেষ মুহূর্তে চলছে বই কেনাকাটার ধুম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

শেষ হতে চলেছে বইমেলা। শেষ মুহূর্তের চলছে বই কেনাকাটার ধুম। পাঠকেরা তাদের পছন্দের বই সংগ্রহ করছেন। প্রকাশক, স্টল মালিক ও লেখকরাও খুশি বেচাবিক্রি বাড়ায়।

বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার বইমেলায় কিছুটা ছন্দপতন ঘটে। বুধবার আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়। ফলে মেলা শুরুর আগেই নতুন বইয়ের ঘ্রাণ নিতে মেলার প্রবেশদ্বারে ভিড় করে পাঠকেরা।

তিনটা বাজার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে প্রবেশ করেন বইপ্রেমীরা। এই স্টল থেকে সেই স্টল ঘুরে ফিরে চলে নতুন বই সংগ্রহ।

রম্য বইয়ের চাহিদা দিন দিন বাড়ছে বলে মনে করেন রম্য লেখক ও উন্মাদের প্রকাশক আহসান হাবীব। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষে বইয়ে গ্রাফিক্যাল ইন্টারফেস বেড়েছে। গদ্য কার্টুন আরও আকর্ষণীয় করে উপস্থাপন করা যাচ্ছে।

বুধবার মেলায় কথা হয় বাংলা কলেজের ছাত্র রুমন মারুফের সঙ্গে। তিনি বাংলা একাডেমির প্রকাশিত বাংলা ভাষার বেশ কয়েকটি অভিধান কিনেছেন। মেলায় বাংলা একাডেমির অভিধানগুলোর চাহিদা ছিল তুঙ্গে। এছাড়াও সায়েন্স ফিকশন, ভ্রমণ, জীবনশৈলী নিয়ে রচিত বই মেলায় ভালো চাহিদা ছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এবারের বইমেলা শুরু হয় ২ ফেব্রুয়ারি। শেষ হচ্ছে ২৯ ফেব্রুয়ারি। গতবারের মতো এবারও বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে বড় পরিসরে বইমেলা হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি