ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার পর গাছের ডালে ঝুলিয়ে রাখার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:২০, ১৮ আগস্ট ২০২২

সিরাজগঞ্জের এনায়েতপুরের ভাঙ্গাবাড়িতে শ্বশুরের বাড়িতে জামাইকে শ্বাসরোধে হত্যার পর আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোররাতে এ ঘটনার পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত সাইদুল ইসলাম (৩৫) বারুপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজনকে পাওয়া যায়নি।

নিহতের চাচী চাম্পা খাতুন অভিযোগ করে জানান, গত প্রায় ১২ বছর আগে এনায়েতপুর থানার বারুপুরের হোসেনের ছেলে তেল ব্যবসায়ী সাইদুলের সাথে ভাঙ্গাবাড়ী গ্রামের রায়হান আলীর মেয়ে ফতেমা খাতুনের বিয়ে হয়। ৬ বছরের সংসার জীবনে দুই সন্তান জন্মের পর সাইদুল মালয়েশিয়া চলে যায়। এরপর ফতেমা বাবার বাড়িতে থাকতে থাকেন। একপর্যায়ে সে পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে। যে কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। 

গত কোরবানির ঈদের আগে দেশে ফিরলে তারা নতুন করে আবার সংসার শুরু করে। শ্বশুর বাড়িতেই থাকা শুরু করে সাইদুল। তবে পারিবারিক কলহ লেগেই থাকে। বুধবার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বিবাদ শুরু হয়। একপর্যায়ে ফতেমা খাতুন বাড়ির লোকজন মিলে তাকে শ্বাসরোধে হত্যার পর বৃহস্পতিবার ভোররাতে বাড়ির বাইরে আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে। 

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার রহস্য জানা যাবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি