ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

শ্রমিকদের অভিযোগ গ্রহণে ১৬৩৫৭ হেল্পলাইন চালু

প্রকাশিত : ১৫:০০, ৩১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এখন থেকে শ্রমিকরা ১৬৩৫৭ হেল্পলাইনে কর্মক্ষেত্র সংশ্লিষ্ট যে কোন ধরণের অভিযোগ জানাতে পারবেন। শ্রমিকদের নানাবিধ সমস্যা ও অভিযোগ সমাধানে এ হেল্পলাইন সেবা চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ সেবার আওতায় কোনো চার্জ ছাড়াই দিনরাত ২৪ ঘন্টা তাদের অভিযোগ জানাতে পারবেন তারা। অভিযোগ পে‌লে সংশ্লিষ্টরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠা‌নে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এই হেল্প লাইন সেবার উদ্বোধন করেন। পাঁচ ডিজিটের ‘১৬৩৫৭’ হেল্পলাইন এরই মধ্যেই চালু হয়েছে।

হটলাইন উদ্বোধন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত তৈরি পোশাক শিল্প খাতে সমন্বিত শ্রম-ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এতে সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় অংশ নিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি আয়ের প্রধান খাত এই গার্মেন্টসের জন্য ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন একটি কঠিন কাজ। কারণ সব মালিকের সক্ষমতা সমান নয়। তারপরও মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে আর কোনো অস্থিরতা সৃষ্টি হোক আমরা তা চাই না।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি