ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

শ্রমিকদের আন্দোলনে কয়লা খনিতে অচলাবস্থা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

শ্রমিকদের আন্দোলনের মুখে অচলাবস্থা বিরাজ করছে বড়পুকুরিয়া কয়লা খনিতে। ১৩ দফা দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে কর্মবিরতি পালন করছে তারা। দাবি না মানা পর্যন্ত কাজে যোগ দেবে না শ্রমিকরা। অচলাবস্থার জন্য শ্রমিক নিয়োগকারি চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানকে দুষছে খনি কর্তৃপক্ষ।

১৩ দফা দাবীতে গেল ১৩ মে থেকে টানা কর্মবিরতি চালিয়ে আসছে বড়পুকুরিয়া কয়লা খনির ১ হাজার ৪১ জন বাংলাদেশি শ্রমিক।

শ্রমিকদের নিয়োগ দিয়েছিলো চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম। জীবনের ঝুঁকি নিয়ে খনিতে কাজ করলেও ন্যায্য পারিশ্রমিক প্রদানে নানা অজুহাত সৃষ্টির অভিযোগ তাদের।

খনি কর্তৃপক্ষ বলছে, শ্রমিকরা সরাসরি তাদের নিয়োগপ্রাপ্ত না হওয়ায়, চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের পদক্ষেপ ছাড়া কিছূই করার নেই।

তবে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে শ্রমিকরা।

চলমান সংকট নিরসনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৩ সদস্যের কমিটি গঠন করেছে। আপাতত চীনা শ্রমিক দিয়ে খনির আংশিক কাজ চালানোর কথা বলেছে কর্তৃপক্ষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি