ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলেছে দেরি করে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কুয়াশা কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। অতীতের রেকর্ড অনুযায়ী বিশেষ করে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে শ্রীমঙ্গলের তাপমাত্রা কম থাকে।

এর আগে সোমবারও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি।

কনকনে ঠাণ্ডা বাতাস এবং বেলা অবধি ঘন কুয়াশা থাকায় চা শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে কাজেও দেখা দিয়েছে মন্দাভাব।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি