সংবিধান অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে: ওবায়দুল কাদের
প্রকাশিত : ১৪:২৯, ৩০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৪২, ৩০ অক্টোবর ২০১৬
সংবিধান অনুসারে, সার্চ কমিটির মাধ্যমে ভবিষ্যতে ‘নির্বাচন কমিশন’ গঠন করা হবে, বলে সাফ জানিয়ে দিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের। সচিবালয়ে, গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরামের সংলাপে তিনি এ কথা জানান। এ বিষয়ে অন্যতম বড় দল বিএনপি’র সাথে আলোচনার কোন প্রয়োজন নেই বলেও মনেকরেন তিনি। তবে, ভবিষ্যতে, জাতির প্রয়োজনে; কোন পর্যায়ে সংলাপের প্রয়োজন হলে, তা করা হবে।
আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব পাওয়ার পর, এই প্রথম গণমাধ্যম কর্মীদের সাথে অনেকটা খোলামেলা ভাবেই কথা বলেন ওবায়েদুল কাদের। দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনেক, বিষয়ই খোলাসা করেন।
দেশের উন্নয়ন দ্রুততর করা ও এর ভারসাম্য বজায় রাখতে, সরকার ও দলকে শক্তিশালী করতে হবে। দলের, নতুন কমিটিতে- তার প্রয়াসই প্রতিফলিত হয়েছে, বলেই মত সাধারণ সম্পাদকের। বলেন, নির্বাচন কমিশন, গঠনে সংবিধানের উল্লিখিত পথে, ছাড়া হাটার কোন বিকল্প নেই।
আওয়ামী লীগ, বিরোধী শক্তি’র বেশি ভাগই বিএনপি’র ব্যানারে রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, তার পরও দলটির নেতারা, নূন্যতম আন্দোলন করার সক্ষমতা দেখায় না বরং ভয় পায়। তাই, এই মুহূর্তে তাদের সাথে কোন সংলাপের প্রয়োজন নেই।
সরকার ও দল আলাদা করার ধারবাহিকতায়, তিনি নিজে দল ছাড়রেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, আরো দ্বায়িত্ব দিলেও তা পালনের তার সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদ মোকাবেলায়, আত্মসন্তোষের কোন কারণ নেই বলেও জানান ওবায়েদুল কাদের।
আরও পড়ুন