ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রিয়ঙ্কার টুইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২০ ডিসেম্বর ২০১৯

ভারত জুড়ে জ্বলছে আগুন। যে আগুন প্রতিবাদের। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে বেশ কিছু দিন ধরে। বলিউডের বেশ কিছু তারকা জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশের হিংসাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।

টুইটে তিনি লিখলেন, ‘প্রত্যেক শিশুর জন্য শিক্ষা আমাদের স্বপ্ন। শিক্ষাই তাদের স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়। আমরা তাদের বড় করেছি যাতে একটি প্রতিবাদী কণ্ঠ পাই।’

সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার বক্তব্য, ‘শান্তিপূর্ণ প্রতিবাদের জেরে যদি হিংসার শিকার হতে হয়, তা হলে গণতন্ত্রের পক্ষে মোটেও ঠিক নয়। কারণ প্রতিটা প্রতিবাদী কণ্ঠ গুরুত্বপূর্ণ। ভারতকে পরিবর্তন করতে প্রতিটা প্রতিবাদী কণ্ঠ কার্যকরী হবে।’

উল্লেখ্য, দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মাঝে গত রবিবার বিকেলে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে দিল্লির পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপরে চড়াও হয়। জামিয়ার ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। শুধু তাই নয়, উত্তপ্ত অবস্থা দেখে শৌচাগারে লুকিয়ে থাকা শিক্ষার্থীদেরও পেটায় পুলিশ।

প্রিয়ঙ্কার আগে বলিউডে সরব হয়ে ঘটনার প্রতিবাদ করেছেন হৃতিক রোশন, ভিকি কৌশল, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানার মতো তারকারা।
সূত্র : আনন্দবাজার
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি