ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস শুরু, রুটিন প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৮ এপ্রিল ২০২০

‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিকের ক্লাস সম্প্রচার। গত ৭ এপ্রিল থেকে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেকর্ডকৃত এসব ক্লাস সম্প্রচার করা হবে। ৭-৯ এপ্রিল সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের রুটিনও প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (৫ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার থেকে ক্লাস রেকর্ডিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই কয়েকটি ক্লাস সম্প্রচার উপযোগী করে তৈরি করা হয়েছে। ৭ এপ্রিল থেকে সংসদ টিভিতে প্রাথমিক স্তরে ক্লাস সম্প্রচার শুরু হয়। এছাড়া সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাসের রুটিনও প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম-এ ছয়টি শ্রেণির ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটব্যাপী। 

এছাড়া, টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক পাঠদান করা বিষয়ের উপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে তার শিক্ষকদের কাছে জমা দিতে হবে।

৭, ৮ ও ৯ এপ্রিল সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের রুটিন তুলে ধরা হলো-

চলমান করোনা সংকটে বিশ্বের ১৮৫ দেশে জাতীয়ভাবেই বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ১৫৪ কোটি ২৪ লাখ ১২ হাজার শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। তবে প্রায় সব দেশই অনলাইনে শিক্ষাব্যবস্থা চালু রেখেছে। গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। 

এ বিষয়ে অভিভাবকরা জানান, দেশে টেলিভিশনে ক্লাস প্রচার করা হলেও বিশ্বের অন্য দেশে গুগল ক্লাসরুম, জুম, হ্যাংআউট, স্কাইপের মতো প্রযুক্তি ব্যবহার করে লাইভ ক্লাসরুমের মাধ্যমে পাঠদান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া ম্যাসেঞ্জার গ্রুপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ বা গ্রুপে সব সময়ের জন্য চলে লেখাপড়া।

তারা বলছেন, বাংলাদেশে যেভাবে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে তাতে শিক্ষকের সঙ্গে কথাবার্তা আদান-প্রদান সম্ভব নয়। শিক্ষক যা বোঝালেন তা না বুঝলেও কিছু করার নেই। কিন্তু গুগল ক্লাসরুম, জুমসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষককে প্রশ্ন করার সুযোগ আছে। এরপর শিক্ষক বিষয়টি বুঝিয়েও দিতে পারেন। 

উল্লেখ্য, গত কয়েক বছরে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। সেখানে ল্যাপটপ প্রজেক্টরসহ সব সুবিধা রয়েছে। সেগুলো ব্যবহার করলেই লাইভ ক্লাস প্রচার করা সম্ভব।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি