ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের সম্পূরক বাজেট পাশের প্রক্রিয়া চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের সম্পূরক বাজেট পাশের প্রক্রিয়া চলছে। কন্ঠভোটে মঞ্জুরী দাবি নিস্পত্তি করছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী।
সম্পূরক বাজেটে বিভিন্ন মন্ত্রালয়ের অতিরিক্ত বরাদ্দ নিয়ে আপত্তি জানান সংসদ সদস্যরা। তবে জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বেশকিছু মঞ্জুরী দাবি গুলো পাশ করা হয়। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, সঞ্চয় পত্রের সুদের হার ব্যাংক আমানতের সুদের হারের চেয়ে দুই শতাংশ বেশী হবে। বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, এটি বন্ধ করা সম্ভব নয়; তবে কমানোর চেষ্টা করছে সরকার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি