ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

‘সন্দ্বীপে পৌঁছে দেওয়া হবে ব্রডব্যান্ড ইন্টারনেট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:০৭, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সন্দ্বীপের প্রতিটি ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সন্দ্বীপ বাউরিয়া নাজিরহাটের টিএন্ডটি ভবন পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। মোস্তাফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সারাদেশে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে তিনি সন্দ্বীপ সফরে আসেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ।

তিনি আরও বলেন ‘সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হলেও এখানে প্রতিটি ঘরে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্যে ইন্টারনেট সুবিধা সহজলভ্য করা হবে এবং সেটা প্রাইমারি লেভেল থেকে শুরু হবে । বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পুল ব্যবহার করে ক্যাবল অথবা স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া হবে। এতে করে তথ্য-প্রযুক্তিতে সন্দ্বীপ নতুন মাত্রা পাবে ।’

সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা নুরুল হুদা এ সময় টেলিটক নেটওয়ার্ক এর প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রীকে সন্দ্বীপকে টেলিটক নেটওয়ার্ক এর আওতায় আনার অনুরোধ জানান। বিকাল ৪টা টিএন্ডটি ভবনের এই আলোচনায় বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনসহ টিএন্ডটির কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ২টায় হেলিকপ্টারে করে সন্দ্বীপ আসেন মন্ত্রী । সংক্ষিপ্ত সফর শেষে বিকাল ৫টায় তিনি ফিরে যান। এই সময় তিনি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা বিদ্যুতের সাবস্টেশন পরিদর্শন করেন।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি