ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও পুঁজিবাজারের লেনদেন ও সূচকে ছিল মিশ্র প্রবণতা

প্রকাশিত : ১৬:০৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:১৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও পুঁজিবাজারের লেনদেন ও সূচকে ছিল মিশ্র প্রবণতা। সোমবার দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে, আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে এদিন সূচক ও লেনদেন উভয়ই কমেছে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৫টির, আর ৫২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য দাঁড়ায় ৩৪০ কোটি ২৮ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৯ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৫৬০ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সোমবার সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৪৮টি, আর ৩০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৪০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি