ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সফলভাবেই শেষ হলো প্যারা অলিম্পিক

প্রকাশিত : ১৮:১৫, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৫, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পর্দা নামলো প্যারা অলিম্পিক ২০১৬ আসরের। ফুটবল বিশ্বকাপ আর অলিম্পিকের পর প্যারা অলিম্পিকও সফলভাবেই শেষ হলো ব্রাজিলে। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বৃষ্টির মধ্যেই আনন্দ উৎসব আর আলোকসজ্জায় অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় ব্রাজিলের ঐতিহ্যবাহী গানের সাথে নেচে গেয়ে উৎসবকে মাতিয়ে রাখেন ক্রীড়াবিদ ও দর্শকেরা। প্যারালিম্পিকে ১০৭টি স্বর্ণ পদক নিয়ে প্রথম স্থানে চীন। আর ৬৪টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড এবং ৪১টি স্বর্ণ নিয়ে ইউক্রেইন তৃতীয় স্থানে রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি