ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সব জিম্মি মুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি স্থায়ী হবে: ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ২৭ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

হামাস সব জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে আশা করছে ফ্রান্স।

রোববার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ক্রমবর্ধমান আহ্বানের কথা উল্লেখ করে এই আশা প্রকাশ করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বিএফএমটিভি’কে বলেছেন, ‘আমরা সব জিম্মিদের মুক্তি দাবি করছি। এই লক্ষে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যথার্থ, সহায়ক ও প্রয়োজনীয়।’

তিনি বলেন, কোন ফরাসি বন্দীকে এখনও মুক্তি দেয়া হয়নি। তবে তারা এ ব্যপারে বেশ আশাবাদী আছেন।

কোলোনা বলেন, কাতারের সঙ্গে আলোচনার মাধ্যমে তালিকা তৈরি করা হয়। কিন্তু, হামাস তালিকাগুলোর মধ্যে থেকে বাছাই করে মুক্তি দিচ্ছে।

তবে শুক্রবার থেকে শুরু যুদ্ধবিরতির মেয়াদ চারদিন শেষ হওয়ার পর হামাসকে ধ্বংস করার লক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।

এদিকে, হামাসের আরও অনেককে জিম্মি করে রাখা ও কয়েক সপ্তাহের ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের পর গাজার জনগণ মারাত্মক মানবিক সংকটে ভোগার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানাচ্ছেন।

ইসরায়েলে ৭ অক্টোবরের হামাসের নজিরবিহীন হামলার ধারাবাহিকতায় প্রায় সাত সপ্তাহের লড়াইয়ের পর শুক্রবার থেকে শুরু যুদ্ধবিরতি চলাকালে হামাস রোববার ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের তৃতীয় দলকে মুক্তি দিয়েছে। 

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ৭ অক্টোবর দেশের ইতিহাসে ভয়াবহ হামলা চালিয়ে ১২শ’ জনকে হত্যা করে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস কর্তৃপক্ষের মতে, বিধ্বংসী ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় হাজার হাজার নারী ও শিশুসহ প্রায় ১৫ হাজার লোক নিহত হয়েছে। এদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।

হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের ইসলামি আন্দোলন বর্তমান যুদ্ধবিরতির প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার তারিখ ছাড়িয়ে আরও চার দিন পর্যন্ত বাড়াতে ইচ্ছুক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি