ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২০:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২০

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিন্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজ সোমবার উপাচার্য ড. মো.আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমি কাউন্সিলে এ সিন্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত একাধিক সদস্যে জানায়, এই সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্যবোধ অক্ষুণ্ন রাখার বিষয়টি প্রাধান্য পায়। এছাড়া সভায় ভর্তি পরীক্ষা পরিচালনা, স্বচ্ছতা ও প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকিসহ সমন্বিত ভর্তি পরীক্ষার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষায় সমন্বিত ভর্তি পরীক্ষা না নিয়ে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে (সমন্বিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। 

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি