ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

সমাজসেবা অধিদফতরে চাকুরী পাচ্ছেন সেই চাঁদের কনা

প্রকাশিত : ২৩:৩২, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করা শারীরিক প্রতিবন্ধী মাহবুবা হক চাঁদের কনা সমাজসেবা অধিদফতরে চাকরি পাচ্ছেন। তাকে নিয়ে একুশে টেলিভিশন অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে  সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আসে। তিনি চাঁদের কনাকে সমাজসেবা অধিদফতরে চাকরি দিতে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া  বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এসেছে। তিনি প্রতিবন্ধী মেয়েটির চাকরির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। চাকরি কবে নাগাদ হবে জানতে চাইলে তিনি বলেন, একটু সময় লাগবে। তবে তার চাকরি হবে।

তিনি আরও বলেন, দেশের অনাগ্রসর জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, যা করেছেন অতীতে কোনো সরকার তা করেনি।

প্রসঙ্গত, নানা প্রতিকূলতাকে অতিক্রম করে সে মাস্টার্স সম্পন্ন করেছেন মাহবুবা হক চাঁদের কণা। কিন্তু বহু মানুষের দ্বারে দ্বারে ঘুরেও একটি চাকরি জোটাতে পারেননি। জীবনের নির্মম বাস্তবতায় এবার অসহায়ের মতো এসে বসেছেন রাস্তায়, অনশন করছেন- প্রত্যাশা একটি সরকারি চাকরি।

চাঁদের কণা দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় । বাবা আবদুল কাদের দীর্ঘদিন ধরে অসুস্থ। আর মা হাসনা হেনা ১০ বছর আগে মারা যাওয়ায় ছোট দুই ভাই ও অসুস্থ বাবার দায়িত্ব চলে আসে তার কাঁধে।

এই প্রসঙ্গে কণা বলেন, আমি হাঁটতে পারি না। আমার পক্ষে চলাফেরা করা অত্যন্ত কঠিন। তাই বহু জায়গায় একটি চাকরির জন্য চিঠি দিয়েছি। অবশেষে একটি ছোটখাটো চাকরি পেয়ে ঢাকায় আসি। সামান্য টাকাতে বাবার ওষুধ খরচ, ছোট ভাইদের পড়াশুনা চলে না। এরপরও আমি পড়ালেখা চালিয়ে যাই। রাজশাহী থেকে পাশ করার পর ঢাকায় ইডেন কলেজে মাস্টার্সে ভর্তি হই। এখান থেকে আমি ২০১৩ সালে প্রথম বিভাগে পাশ করি। আমি অনেক কষ্ট করে, লড়াই করে পড়ালেখা করেছি। আমি সম্মানের সঙ্গে বাঁচতে চাই। কারো মুখাপেক্ষী হতে চাই না। আমি কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি